উপজেলা একাউন্টস অফিসার এর কার্যালয় ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জকে সম্পূর্ণভাবে iBAS++ পদ্ধতিতে সমন্বিতভাবে ইন্টারনেটভিত্তিক বাজেটিং ও একাউন্টিং কার্যক্রম এর আওতায় আনা হয়েছে । সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচারিদের বেতন বিলসহ অন্যান্য আনুষাংগিক বিলসমূহ যথাসময়ে নিস্পত্তি করা সম্ভব হচ্ছে। বর্তমানে Electronic Fund Transfer ( EFT) পদ্ধতিতে সকল পর্যায়ের সরকারী কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে এবং ডিডিও মডিউলের মাধ্যমে কর্মচারিদের বেতন ভাতা EFT এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে । জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর আওতায় ইউএও, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অদ্যাবধি প্রায় ৬৩১ জন সরকারী চাকুরিজীবীর বেতন এবং প্রায় ৩০০ জন পেনশনভোগীর পেনশন Online এ নির্ধারণ করা সম্ভব হয়েছে। Online বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের মাধ্যমে উল্লিখিত সংখ্যক সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীর পরিপূর্ণ Database প্রস্তুত করা সম্ভব হয়েছে । ইউএও, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আওতাধীন অফিসসমূহে বর্তমানে শতভাগ কর্মকর্তা/কর্মচারীর বেতন ভাতা অনলাইনে দাখিল কার্যক্রম চলমান আছে। ইউএও, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আওতাধীন বর্তমানে শতভাগ পেনশনারের পেনশন EFT পদ্ধতিতে পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও অনলাইনে কর্মকর্তা-কর্মচারীদের LPC প্রেরণ ও গ্রহণ করা হচ্ছে। কর্মকর্তা কর্মচারিদের জিপিএফ ব্যালেন্স হালনাগাত করতঃ iBAS++ এ আপলোড ও এ্যাপ্রুভ করা হয়েছে। অত্র কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন কর্মকর্তাদের ছুটির হিসাব আইবাস++ এ আপলোড সম্পন্ন করা হয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারীর ভ্রমণ ভাতা বিল অনলাইনে দাখিল সাপেক্ষে EFT এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস