উপজেলা হিসাবরক্ষণ অফিস, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় যা এজি (AG) অফিস বা ট্রেজারি অফিস নামেও পরিচিত। এই অফিসের মাধ্যমে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীর বেতন বিল, অন্যান্য ভাতা, জিপিএফ চূড়ান্ত, জিপিএফ অগ্রিম, বেতন নির্ধারন, পেনশন নির্ধারন, পেনশন প্রদান সহ সরকারি সকল অর্থ এই অফিসের মাধ্যমে ব্যয় করা হয়ে থাকে। এছাড়াও এই অফিস সরকারি সকল অর্থ লেনদেনের ক্ষেত্রে পূর্ব নিরীক্ষণ (প্রি-অডিট) সম্পন্ন করে থাকে। বর্তমানে অবসর ভোগীদের কষ্ট লাঘবের জন্য ইএফটি এর মাধ্যমে অবসর/পেনশন প্রদানের কার্যক্রম গ্রহন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস