১। মাসের প্রথম ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে বেতন বিল নিষ্পত্তিকরণ।
২। সেবা, সরবরাহ ও সম্পদ সংগ্রহ খাতের বিল ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তিকরণ।
৩। ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে LPC ইস্যুকরণ।
৪। EFT এর মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারীর বেতন-ভাতাদি প্রদান।
৫। TA/DA বিল অনলাইনে প্রদান।
৬। জিপিএফ অগ্রিম/চূড়ান্ত বিল ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তিকরণ।
৭। কর্মকর্তাদের ছুটির হিসাব হালনাগাদপূর্বক iBAS++ এ আপলোডকরণ।
৮। আনুতোষিক ও পেনশন কেইস ১০ (দশ) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তিকরণ।
৯। পারিবারিক পেনশন কেইস ৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তিকরণ।
১০। পেনশনারগণের অ্যাপস ভিত্তিক লাইফ ভেরিফিকেশন সম্পন্নকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস